বগুড়া
বগুড়ায় রাস্তায় পড়ে থাকা মরদেহ, উদ্ধার করল পুলিশ
বগুড়ায় বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) ভোরে শহরের স্টেশন রোড এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মরদেহ দেখতে পাই। পরে সেটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহতের মাথা এবং মুখ বিকৃতি হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে চিনতে পারেনি। তার পরনে সাদা চেক শার্ট, কপি রঙের প্যান্ট পায়ে রানিং কেডস ছিল।’