বগুড়া
বগুড়া জেলা আ’লীগের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছে।
তার দ্রুত সুস্থতা কামনা করে বুধবার বাদ জোহর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, মুক্তিযোদ্ধা সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, আলমগীর হোসেন স্বপন, প্রভাষক সোহরাব হোসেন সান্নু, শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম,তাতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন প্রমুখ।