বগুড়া সোনাতলায় নগদ টাকা সহ ৬ জুয়াড়ি আটক
বগুড়ার সােনাতলা উপজেলায় নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাচারী বাজার এলাকার তেকানী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার আসামীদের আদালতে পাঠানাে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক হওয়া ওই ৬ ব্যক্তি হল- সােনাতলা উপজেলার পূর্ব তেকানীর মৃত মােসলেম উদ্দিনের ছেলে আলমগীর হােসেন (৪০), মৃত সিদ্দিক হােসেন আকন্দের ছেলে জাহিদুল ইসলাম (৫০), মৃত মনছুর আলী ব্যাপারীর ছেলে আসলাম ব্যাপারী (৪৫) ও মৃত রমান আলীর ছেলে মােখছেদ আলী (৪৭), পূর্ব তেকানী আবদারবাদের মৃত দুইমুদ্দিনের ছেলে শাহার আলী (৫৬) ও মৃত ইংরেজ ব্যাপারীর ছেলে গাদলু ব্যাপারী (৪৫)। পুলিশ জানায়, গােপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার সােনাতলার কাচারী বাজারের তেকানী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১২ হাজার ৭৬০ টাকাসহ ওই ৬ জুয়াড়িকে আটক করা হয়।
সােনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মামলা দায়েরের পর বুধবার আসামীদের আদালতে পাঠানাে হয়েছে।