সারাদেশ

সিংড়ায় ধারালো অস্ত্র দিয়ে জখমের ঘটনায় ইউপি সদস্যকে বহিস্কারের দাবি

রাজু আহমেদ, নাটোর: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক বুলেট কে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সর্বস্তরের জনসাধারণ।

একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুনের পিতা নওশেদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাতকারী বুলেটকে বহিস্কারের দাবি জানান তারা।

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে স্থানীয় ইউপি সদস্য বুলেটের নেতৃত্বে নওশেদ মোল্লা ও তাঁর ভাইয়ের বাড়িতে হামলা করা হয়। এসময় সোনা,গহনা, নগদ টাকা সহ প্রায় ২৫ লক্ষ টাকা লুট করে হামলাকারীরা।ন

এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা রওনক হাসান হারুন। তবে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও আসামী আটক হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button