বগুড়া

মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বগুড়া শহরে ফটোকপির দোকান ২ দিন বন্ধের নির্দেশ

মেডিকেল ভর্তি পরীক্ষাকে ঘিরে বগুড়া শহরে এবং কেন্দ্রের আশেপাশের সব ফটোকপির দোকান দুইদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ (১ এপ্রিল) থেকে আগামীকাল (২ এপ্রিল) শহরে এবং কেন্দ্রের আশেপাশের সব ফটোকপির দোকান নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের(শজিমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত বগুড়ায় এবার শজিমেক এবং মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে এই দুইটি কেন্দ্রে মােট ৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button