জাতীয়
রমজান উপলক্ষ্যে বাংলাদেশকে ৪০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি
আসন্ন রমজান মাস উপলক্ষে সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর দিয়েছে।
যার পরিমাণ প্রায় ৪০ মেট্রিক টন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মোহাম্মদ মহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে দূতাবাস কর্তৃপক্ষ এসব খেজুর হস্তান্তর করেন।
সৌদি সরকারের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে প্রাপ্ত খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করা হবে।
অসহায় দুস্থ ও অতি দরিদ্র জনগোষ্ঠীর কাছে এসব খেজুর প্রত্যেক জেলা প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেয়া হবে।