পরিবহন

জনদুর্ভোগ কমাতে রাজধানীতে নামছে ৬০টি দোতলা বাস

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত কার্যকরের পর গত কয়েকদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। এ জনদুর্ভোগ কমাতে ৬০টি দোতলা বাস রাস্তায় ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

এ প্রসঙ্গে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ৬০টি ডাবল ডেকার বাস রোববার (৪ এপ্রিল) থেকে রাজধানীতে নামবে। ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৫টি ডাবল ডেকার বাস ইতোমধ্যে নামানো হয়েছে। আমার বিশ্বাস ৬০টি ডাবল ডেকার ফুলফেজে নামানো হলে যাত্রীদের পরিবহন সংকট অনেকটাই কমে যাবে।

দেশে গত কয়েকদিন করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। গত বছরের সব রেকর্ড ভেঙে প্রতিদিন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এমতাবস্থায় সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

১৮ দফা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে গণপরিবহন চলবে অর্ধেক আসন খালি রেখে। আর বাস ভাড়া বাড়বে ৬০ শতাংশ। একইসঙ্গে অফিস আদালত চলবে ৫০ শতাংশ উপস্থিতি মেনে। তবে বাস ভাড়া বাড়িয়ে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল শুরু করলেও কার্যকর হয়নি অফিস আদালতে ৫০ ভাগ উপস্থিতি মেনে কার্যক্রম। তাই বিপদে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন।

ট্রেন ও নৌযানের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button