সোনাতলা উপজেলা
বগুড়ার সোনাতলায় গাজাঁসহ এক মাদকব্যবসায়ী আটক
বগুড়ার সোনাতলায় মাদক বিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাজাঁসহ ১ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ এপ্রিল সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে এসআই/(নিঃ)মোঃ নূর ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ)/মোঃ ইয়ামিন আলী, এএসআই (নিঃ)/রমেন কুমার সাহা, কং/৭৭৭ মোঃ তোজাম্মেল হক, সকলেই সোনাতলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ৪০০ গ্রাম গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, বগুড়া সোনাতলা থানার নওদাবগা নয়াপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম ভোলা (৩৮)।
উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদক মামলা ০২টি এবং মারামারি মামলা ০১টি রয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।