বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১৭ জন আটক
বগুড়ায় আবাসিক হােটেল অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টায় শিবগঞ্জের মহাস্থান নূর জাহান হােটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭জনের জেল এবং ১০জনের জরিমানা করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অনৈতিক কর্মকান্ডের তথ্য পেয়ে হােটেল নূর জাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হােটেলে ম্যানেজার আলমগীর কবির(৪০), তার দুই সহযােগী আমিনুল ইসলাম(২৮) ও আরিফুল ইসলাম(২৬) এবং ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী আলমগীর কবীর জানান, নূর জাহান আবাসিক হােটেলে অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। এর আগে হােটেলের ম্যানেজার মুচলেকা দিলেও কথা রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হােটের ম্যানেজারকে ৬ মাসের, তার দুই সহযােগীকে ১ মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত শাহীন মিয়া(২৭), সানিমুল্লাহ(৩০) ও রিমি খাতুন(৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকি ১০জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।