সারাদেশ
সাভারে ঝুটের গোডাউনে আগুন: ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন পুড়ে গেছে। ভোর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরণ এলাকার ব্যবসায়ী আকবর হোসেন মৃধার ঝুটের গোডাউনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভোর রাতে ওই ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এসময় আগুনে পুরো ঝুটের গোডাউনটি পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস বলছে, কিভাবে ওই ঝুটের গোডাউনে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঝুটের গোডাউনের মালিক আকবর হোসেন মৃধা।