সারাদেশ
ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়েছে, আরো ২০ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়েছে। এ সময় লঞ্চ থেকে আরো ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশ উদ্ধার করা হয়েছে ২৬ জনের।
এর মধ্যে উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে চারজনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো একজনের নাম পরিচয় জানা যায়নি। ফলে ওই নারীর লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে রাখা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক রোববার দিবাগত রাত ২টা পর্যন্ত ঘটনাস্থল থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছেন।