করোনা আপডেটজাতীয়
দেশে করোনায় আরও ৫২ জনের প্রাণহানি
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৫ জন। যা বাংলাদেশে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। আর মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৫২ জনের। এ নিয়ে করেনায় ৯ হাজার ৩১৮ জনের মৃত্যু হলো দেশে।
সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়। আর গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৩২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। পরীক্ষার বিবেচনায় এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।