৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু, চলবে রমজানেও
লকডাউনেও চললছে করোনার টিকাদান কর্মসূচি। ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে দ্বিতীয় ডোজ। পাশাপাশি প্রথম ডোজের টিকাও দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারতে সেরাম ইনস্টিটিউট থেকে শিগগিরই টিকা পরবর্তী চালান আসবে।
সারাদেশে ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত টিকা পেয়েছেন প্রায় ৫৫ লাখ। শুরুতে প্রতিদিন লাখের বেশি টিকা দেয়া হলেও তা কমে এসেছে অর্ধেকে।
আজ থেকে সারা দেশে লকডাউন শুরু। বন্ধ গণপরিহনও। তবে, সারাদেশের এক হাজারের বেশি হাসপাতালে স্বাভাবিক রয়েছে টিকা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে দেয়া শুরু হবে দ্বিতীয় ডোজ। তবে বন্ধ হচ্ছে না প্রথম ডোজের টিকা। নিবন্ধন করে চল্লিশের বেশি বয়সীরা টিকা নিতে পারবেন।
অধ্যাপক নাজমুল ইসলাম আরো জানান, এ পর্যন্ত দেশে এসেছে এক কোটি ১২ লাখ ডোজ করোনার টিকা। দ্বিতীয় ডোজের জন্য রাখা হয়েছে ৪২ লাখ টিকা। অল্প সময়ের মধ্যেই টিকার পরের চালান আসবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের।
রমজানেও চলবে টিকা কর্মসূচি। তবে, টিকা নেয়ার সময়ে পরিবর্তন আসতে পারে।