বগুড়া

বগুড়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ১৩৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গােয়েন্দা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেলার পদ্মাপাড়া এলাকার মৃত বিল্লাল হােসেনের ছেলে ওমর আলী(৩৬), সদর উপজেলার চকঝপু জিগাতলা এলাকার আব্দুল হান্নানের ছেলে সুজন সরকার(২৬) এবং আশোকোলা উত্তর পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে শামিম ইসলাম(২৪)। সােমবার।

বিকাল ৩টার দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়া ডিবির পাঠানাে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ১৩৫ ইয়াবা ট্যাবলেটসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ ওমর আলীর বিরুদ্ধে বগুড়া সদর ও , গাবতলী মডেল থানায় মোট দুইটি মামলা, শামিম ইসলাম এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা এবং মােঃ সুজন সরকার এর বিরুদ্ধে বগুড়া সদর থানা ও গাবতলী মডেল থানায় মােট দুইটিসহ সর্বমােট ৫ টি পৃথক পৃথক মামলা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button