খেলাধুলা

প্রথম ম্যাচেই ব্যাঙ্গালোরের জয়: কোহলিদের শুভসূচনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নাটকীয় ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলে। 

শুক্রবার (৯ এপ্রিল) চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান আসে ক্রিস লিনের ব্যাট থেকে। ৩৫ বলের মোকাবেলায় ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

এছাড়া সূর্যকুমার যাদব ২৩ বলে ৩১, ঈশান কিষাণ ১৯ বলে ২৮ ও অধিনায়ক রোহিত শর্মা ১৫ বলে ১৯ রান করেন। ব্যাঙ্গালোরের পক্ষে ৫টি উইকেট একাই শিকার করেন হার্শাল পেটেল। কেবল শেষ ওভারেই শিকার করেন তিনটি উইকেট, যে ওভারে চারটি উইকেট হারিয়ে মাত্র ১ রান জড়ো করে মুম্বাই।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাঙ্গালোরের উদ্বোধনী জুটি ভাঙে ৩৬ রানে। অধিনায়ক বিরাট কোহলির সাথে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর, যিনি বল হাতে করেছিলেন মাত্র ১ ওভার। সুন্দরের পর রজত পতিদারও দ্রুত সাজঘরের পথ ধরেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button