বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১
বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামের নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম জানা গেলেও সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি ।
গুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামের নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম জানা গেলেও সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি ।
শুক্রবার (৯ এপ্রিল) রাত্রি ৯ টায় বগুড়ার বেদগারি বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাকের ভেতরে থাকা সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই আল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি । নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম বলে জানা গেছে। আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।