আন্তর্জাতিক খবর

ভারতে ফের করোনাভাইরাসের হাসপাতালে আগুন

ভারতে ফের করোনাভাইরাসের হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার সময় দেশটির মহারাষ্ট্রের নাগপুরে ওয়েল ট্রিট হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনের অবস্থা গুরুতর।

আগুনে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে ২৭ জন রোগী ছিলেন। তাদেরকে অন্য হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে।  তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখেছেন, ‘হঠাৎ নাগপুরের হাসপাতালে আগুন লেগে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গত মাসেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা যায়। তারও আগে গত বছর ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে হাসপাতালে আগুন লেগে কমপক্ষে নয়জন মারা গিয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button