আন্তর্জাতিক খবর
ভারতে করোনা একদিনে আক্রান্ত দেড় লাখ
ভারতে ফের দৈনিক করোনা শনাক্তের রেকর্ড ভাঙলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে এক লাখ ৫২ হাজার ৮৭৯ জন। একইসময়ে মারা গেছেন ৮৩৯ জন। রবিবার (১১ এপ্রিল) সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এর মধ্যে দিয়ে টানা পাঁচদিন ভারতে ২৪ ঘণ্টায় এক লাখের ওপর রোগী শনাক্ত হল। এখন পর্যন্ত এখানে মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৩৩ লাখ। মোট প্রাণ হারিয়েছেন এক লাখ ৬৯ হাজারেরও বেশি। এর আগের দিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছিল এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। একইসময়ে মৃত্যুবরণ করেছিলেন ৭৯৪ জন।