জাতীয়

পবিত্র রমজান ঘিরে পণ্যের দাম নির্ধারণ

পবিত্র রমজান ঘিরে ৬টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সাপ্লাইচেইন বিশেষজ্ঞরা বলছেন, রমজানে চাহিদার চেয়ে যোগান বেশি আছে। তাই অযথা ক্রেতাদের অতিরিক্ত পণ্য না কেনার আহবান তাদের।

মুসলমানদের ধর্মীয় আয়োজন মাহে রমজান। অথচ এই রোজাকে ঘিরেই দেশীয় ব্যবসায়ীরা খোঁজে অতিমুনাফা। সেজন্য ভোক্তাদের কথা চিন্তা করে ৬টি পণ্য-খেঁজুর, ছোলা, ভোজ্যতেল, চিনি, পেয়াঁজ ও মসুর ডালের দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপনন অধিদপ্তর।

রমজানে চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় ক্রেতাদের অতিরিক্ত পণ্য না কেনার আহবান সাপ্লাইচেইন বিশেষজ্ঞের। এদিকে অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রির প্রমাণ মিললে জরিমানার হুঁশিয়ারি কৃষি বিপনন অধিদপ্তরের। 

অধিদপ্তর জানায়, কেজিতে সর্বোচ্চ ৬৭ টাকায় ছোলা, পেয়াজ ৪০ টাকা, ভোজ্যতেল ১৩৯ টাকা প্রতি লিটার, প্রতি কেজি মসুর ৬৯ থেকে ১০৩ টাকা, চিনি ৬৮ এবং সাধারণ মানের খেজুর ১০০ টাকা আর মধ্যম মানের খেজুর খুচরা বাজারে বিক্রি হবে ২৫০ টাকায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button