জাতীয়

সর্বাত্মক লকডাউনে ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে দেশের সব আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: আপাতত ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এসব ফ্লাইট। তবে সকল কার্গো এবং বিশেষ ফ্লাইট লকডাউনের আওতামুক্ত থাকবে।

এর আগে গত বছরের মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল আবার শুরু করা হয়। ধীরে ধীরে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচল শুরু হয়।

দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া সবগুলো ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। এবার সর্বাত্মক লকডাউনে দেশের সব আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট আপাতত ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button