জাতীয়

হেফাজতে ইসলামের নেতা রিমান্ডে

হেফাজতে ইসলামের মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তারা ১০ দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। আদালত সাতদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন।

ঢাকা মহানগর মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন বলেন, ‘রোববার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

সোমবার দুপুরে ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ওই মামলায় গতকাল (রোববার) ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।’

উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, আপাতত তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনা হয়েছে।’

হেফাজতের হরতাল ও বিক্ষোভ থেকে নাশকতার সাম্প্রতিক ঘটনার পর এই প্রথম সংগঠনটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা গ্রেপ্তার হলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button