শিবগঞ্জ উপজেলা
“সিদ্ধান্ত বাতিল করুন, না হয় বুকে গুলি করুন’
বগুড়ায় বিসিক কর্তৃক শিবগঞ্জ উপজেলার চার ফসলি ও অতি উর্বর জমিকে অনাবাদি/একফসলি দেখিয়ে ৩ টি হিন্দু গ্রাম ও ৪ টি মুসলমান গ্রাম উচ্ছেদ করে কৃষি শিল্প পার্ক করার পরিকল্পনা বাতিলের দাবিতে হাজার হাজার মানুষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উথলী, নারায়নপুর, সন্নাসী/সলেমান ধোন্দাকোলা, চানপুর, খালিমপুর ও হরিপুর গ্রামবাসীর আয়োজনে আজ সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে গনেশপুর থেকে রথপুর প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে হাজার হাজার কৃষকের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষকরা বলেন, আমাদের শিবগঞ্জ উপজেলার মাটি জেলার সবচেয়ে উর্বর মাটি। এ মাটিতে বছরে আমরা ৪ বার ফসল ফলাই যা দিয়ে আমাদের সংসার চলে তাই শরীরে একবিন্দু রক্ত থাকাকালীন আমাদের জমি ছাড়তে রাজি নই। মিথ্যা তথ্য দিয়ে আমাদের জমি অধিগ্রহনের এই অপচেষ্টাকে আমরা রুখবোই।