খড়ির মাচা থেকে ২টি বাঘের বাচ্চা উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তাঁত কাপড় ব্যবসায়ী রুহুল আমিনের বাড়ির খড়ির মাচা থেকে মঙ্গলবার দুপুরে মেছোবাঘের দুটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।
এ বিষয়ে ব্যবসায়ী রুহুল আমিন বলেন, সকালে তার বাড়ির লোকজন রান্নার খড়ি আনতে গেলে খড়ির গাদার নিচে দুটি মেছো বাঘের বাচ্চা দেখতে পায়। মুহূর্তে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাচ্চা দুটিকে একনজর দেখতে লোকজন তার বাড়িতে এসে ভিড় করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ ‘আমাদের দৌলতপুর’র সদস্যরা বিষয়টি জানতে পেরে বেলকুচি বন বিভাগ অফিসে খবর দেয়।
বেলকুচি বন বিভাগের মালি আজিজুল হক প্রাণী দুটিকে উদ্ধার করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন আমাদের দৌলতপুর ফেইসবুক গ্রুপের সদস্য মোজাম্মেল হক, আবুল কাশেম, রিপন, শাহ আলম সরকার,বাবু, দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস, সাংবাদিক মো. মুমীদুজ্জামান জাহান ও আব্দুল লতিফ প্রমুখ।