জাতীয়
প্রবাসীদের বিশেষ ফ্লাইট: প্রথম দিনেই ৭টি বাতিল

প্রথম দিনই হোঁচট খেলো মধ্যপ্রাচ্যগামী বিশেষ ফ্লাইট। ১৪টি ফ্লাইটের ৭টিই বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারের বেশি যাত্রী। অবতরণের অনুমতি না থাকায় ফ্লাইট বাতিল হয়েছে বলে জানান শাহজালালের পরিচালক। মতিঝিল ও কাওরানবাজারে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। পরে সৌদি এয়ারলাইন্স জানায়, কাল থেকে চলবে ফ্লাইট। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট আছে তাদের দেয়া হয় নতুন টিকিট।
লকডাউনের মধ্যেও সরকার যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে তাতে সাড়া দিয়ে শনিবার রাতে হাজির হন তিশোর বেশি বিমানের যাত্রী। তাদের রিয়াদে যাওয়ার কথা থাকলেও শেষ পযর্ন্ত বাতিল হয়।
বিমানবন্দরে আসা যাত্রীরা জানায়, অর্থ ব্যয় ও ভোগান্তির শীকার হয়ে শাহজালাল বিমানবন্দরে তারা পৌছায়। আসার পর জানতে পারেন ফ্লাইট বাতিলের কথা। অনেকের ভিসা ও ছুটির মেয়াদ হয়ে যাচ্ছে তাই দুশ্চিন্তাটাও বেশি।
বিমান কর্তৃপক্ষ জানায়, সৌদি সিভিল এভিয়েশন শেষ মুহূর্তে স্লট বাতিল করায় তাদেরও বাধ্য হয়ে ফ্লাইট বাতিল করতে হয়েছে।
ভোগান্তির শীকার যাত্রীদের রাতে হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান কর্তৃক। আশ্বাস দেয়া হয় হোটেল খরচ ও পরবর্তী করোনা টেস্টের দায়িত্ব বিমানের।