দুর্ঘটনা

বগুড়া মোকামতলায় ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়া মোকামতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে মোকামতলা বগুড়া রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। মোটর সাইকেল আরোহী শাহীনুর মোকামতলা দক্ষিণপাড়া এলাকার শামসুল হকের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হারিজ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসকল তথ্য নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীনুজ্জামান।

তিনি জানান, বিকালে মোকামতলা থেকে মোটরসাইকেল যোগে শাহীনুর বাড়ির দিকে ফিরছিল। এমন সময় গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহীনুর মারা যান।

তিনি আরও জানান, ট্রাক চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button