আন্তর্জাতিক খবর

আপেল অর্ডার করে পেলেন আইফোন

বেশ কিছুদিন আগে অনলাইনে আপেল অর্ডার দিয়েছিলেন যুক্তরাজ্যেরর বাসিন্দা জেমস নিক। জেমসের বয়স ৫০ বছর। তার সেই অর্ডারটি ডেলিভারি হতেই বক্স খুলে তিনি চমকে যান। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আপেল ফল নয়, তিনি ওই প্যাকেটের ভেতর পেয়েছেন ‘অ্যাপেলের আইফোন’।

মাত্র কয়েকশ’ টাকার আপেলের বদলে তিনি পেয়েছেন কয়েক লাখ টাকার ‘আইফোন এসই’।

তবে এই আইফোন তিনি ভুল করে নন, আইফোনের পরিষেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ। যুক্তরাজ্যের প্রায় ৮০টি আউটলেট থেকে অনলাইন গ্রোসারি অর্ডারের ওপর এই সারপ্রাইজ গিফট দেয়া হচ্ছে।

জেমস ওই ফোনের ছবি ও গল্প তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক ভাইরাল হয়।

নেটিজেনরা টেস্কোর এই মার্কেটিং পদক্ষেপের প্রশংসা করেছেন। সূত্র: ডেইলি মিরর।

এই বিভাগের অন্য খবর

Back to top button