বগুড়া সদর থানায় গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় তিন কেজি গাঁজাসহ নাসিমা বেগম (৪২) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মহিলা বাঘোপাড়া মধ্যপাড়া এলাকার নাসিম উদ্দিন নাজুর স্ত্রী।
পুলিশ জানিয়েছে নাজুও একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার বিকেল সোয়া ৪ টায় সদর থানা পুলিশ তার স্বামীর বাড়িতে অভিযান করে তাকে গ্রেফতার করে।
ওই সময় তার শোয়ন ঘরের খাটের নিচে তিন কেজি গাজা পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা৷।
বগুড়া সদর থানার এস আই বেদার উদ্দিন জানান, নাসিমা ও তার স্বামী পেশাদার মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতারের জন্য আমরা যায়। পরে নাজু পালিয়ে গেলেও নাসিমাকে গাঁজা সহ গ্রেফতার করেছি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান,
তারা স্বামী ও স্ত্রী উভয়ে মাদক ব্যবসায়ী।
মাদক উদ্ধারের ঘটনায় তাদের উভয়ের বিরুদ্ধেই মামলা হবে।
নাসিমাকে আগামীকাল প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।