আন্তর্জাতিক খবর
ইরাকের বাগদাদে করোনা হাসপাতালে আগুন লেগে নিহত হয়েছেন ৮২ জন
ইরাকের রাজধানী বাগদাদে কভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দিয়ালা সেতুর কাছে ইবনে খাতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১১০ জন আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সরকার নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
দীর্ঘদিনের অবরোধ, যুদ্ধ আর অবহেলার কারণে ইরাকের রুগ্ন স্বাস্থ্যসেবা খাত চলমান করোনাভাইরাস মহামারীর সময় যথেষ্ট চাপে আছে। ইরাকের দমকল বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান বলেছেন, হাসপাতালের যে ফ্লোরে আইসিইউ রয়েছে সেখানে আগুন লেগেছে।