কাহালুতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স কাহালু থানাধীন বারোমাইল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ আব্দুস সামাদ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় আব্দুস সালাম নওগাঁ বদলগাছী থানার মৃত কায়েম উদ্দীন এর ছেলে।
এসআই মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বারমাইল যাত্রী ছাউনীর ভেতর একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল সহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। পুলিশকে দেখে ওই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আমরা তাকে গ্রেপ্তার করি। এসময় তার কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন।