বগুড়ায় কৃষক আলমগীরের ৪০ শতক ধান কেটে দিলো জেলা ছাত্রলীগ
দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দিল বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের খিদ্রধামা এলাকার দরিদ্র কৃষক আলমগীর হোসেনের (৬৭) জমির ৪০ শতক ধান কেটে দিয়েছেন তারা।
কৃষক আলমগীর দরিদ্র হওয়ায় করোনাকালে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন। এমন খবর পেয়ে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম ওই কৃষকের সাথে যোগাযোগ করেন।
যোগাযোগ করে আজ শুক্রবার সকাল থেকে জেলা ছাত্রলীগের নেতাকর্মী ধান কাটা শুরু করেন। ধান কেটে ও মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়ে এসছেন তারা।
দরিদ্র কৃষকের ধান কাটা ও মাড়াই করেছেন বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সদস্য, সেলিম রেজা, জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ, জ্বীম, আহাদ, মোমিন, রবিউল, রায়হান, শহর ছাত্রলীগ নেতা শামীম ফরহাদ, শাহরিন, শাহসুলতান কলেজ ছাত্রলীগ নেতা রব্বানী হোসেন, ফজলে রাব্বী, শুভ সহ আরও অনেকে।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছি। এরআগেও আমরা সাবগ্রামের চান্দপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। একার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।