বগুড়া জেলা

বগুড়ায় পৌর ছাত্রলীগ নেতা সাব্বির ইসলামের সেহরি বিতরণ

বগুড়ায় পৌর ছাত্রলীগ নেতা সাব্বির ইসলামের উদ্যোগে সেহরি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বগুড়া পৌর ছাত্রলীগের নেতারা শহরের সাতমাথা, চোলাপাড়া, রেল স্টেশন, বিভিন্ন মার্কেটের নাইট গার্ড ও রিকর্শা চালকদের মাঝে করোনা মহামারিতে অসহায় মানুষের মাঝে রাতে রাস্তায় ঘুরে রমজানের সেহরি বিতরণ করেন।


সেহরি বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বগুড়া পৌর ছাত্রলীগে নেতা সাব্বির ইসলাম, পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত, ছাত্রনেতা মনি, বিকাশ, জাকারিয়া, টিটু ও নিবির দাস (সেচ্ছাসেবী)।


এতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রচার্যের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্রলীগের সেহরি বিতরণের ধারাবাহিক কর্মসূচি চলছে। বাংলাদেশ ছাত্রলীগ শুধু করোনা সংকটেই নয় দেশের যে কোন দূর্যোগে মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিলো থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button