পরিবহন

রাজধানীর সায়েদাবাদে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর সায়েদাবাদে গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ মিছিল করেছে তারা।

আজ রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা সায়েদাবাদ বাস টার্মিনালে।

জানা যায়, আজ সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে। এছাড়া ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

শ্রমিকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে:

১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

এদিকে ঈদ সামনে রেখে গণপরিবহন চালু করার বিষয়ে সরকার চিন্তা ভাবনার কথা শনিবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button