করোনা আপডেটবগুড়া জেলা

বগুড়ায় করোনা আক্রান্ত সংখ্যা আবারো বেড়েছে

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আবারো বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৬ জন। একইসাথে সুস্থ হয়েছেন ১৩ জন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৩ টি নমুনার মধ্যে ২৪ জন করোনা পজিটিভ হয়েছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬ টি নমুনায় ২ জন করোনা পজিটিভ হয়েছে। সর্বমোট ১৭৯ টি নমুনা পরীক্ষা করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

নতুন ২৬ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ২৪ জন বাসিন্দা, বাকি ২ জন গাবতলী উপজেলার বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২২১৬ জন, সুস্থ হয়েছেন ১১৫৬৭ জন এবং মোট মৃত্যু ৩১০ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩৩৯ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button