খেলাধুলা

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে ২য়ে মিরাজ, ৯য়ে মোস্তাফিজ

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের দুইয়ে এখন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনধাপ এগিয়ে নাম লিখিয়েছেন শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের পরেই। আট ধাপ এগিয়ে নয়ে মুস্তাফিজ।

বোলিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই নজর কেড়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার ওয়ানডের গতি আর ঘূর্ণি তারকাদের টপকে বোলার র‌্যাঙ্কিংয়ের ২য় শীর্ষ অবস্থানে মিরাজ। হোমে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ত্রিশ রান দিয়ে ৪ উইকেটের পর ২য় ম্যাচে ২৮ রানে নেন ম্যাচ ঘুরিয়ে দেয়া তিন উইকেট। ক্যারিয়ারের সর্বোচ্চ ৭২৫ রেটিং পয়েন্ট এখন মিরাজের।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, আমি কখনও ভাবিনি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে জায়গা পাবো। দলে অবদান রাখতে গেম প্ল্যান অনুযায়ী সবসময় পারফরমেন্স করতে চাই।

লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে বাংলাদেশ। টাইগাররা পেছনে ফেলেছে তিন বিশ্বসেরা দল ইংল্যান্ড, পাকিস্তান আর অস্ট্রেলিয়াকে। সুপারলিগে মোস্ট উইকেট টেকিংয়ে সেরা পাচে দুই টাইগার বোলার মুস্তাফিজ, মিরাজ। আট ম্যাচে মুস্তার ১৫ উইকেট আর মিরাজের ১৪।

ওয়ার্ল্ডকাপ সুপার লিগের সেরা ইকোনমি রেটেও সেরা বাংলাদেশের মিরাজ, সাকিব। সেরা বোলিং অ্যাভারেজের শীর্ষ পাঁচে এই দুই টাইগার অলরাউন্ডার। আইসিসির অলরাউন্ড নৈপূন্যেও সেরার অবস্থানে নড়চড় হয়নি সাকিবের।

আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে সেরা দশে এখন মুস্তা। নতুন র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬২৫।

ওয়ানডে ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে টাইগার তারকা মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে ৮৪ আর ২য় ম্যাচে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে চার ধাপ টপকে ১৪ নম্বরে এখন মুশফিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button