করোনা আপডেট

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩ জন। মৃতের সংখ্যা এ পর্যন্ত দাড়ালো ৩১৩ জনে। এছাড়াও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। সুস্থ হয়েছেন ২৪ জন।

শুধু মাত্র বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৫ টি নমুনার মধ্যে ৭ জন করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

গত ২৪ ঘন্টায় নতুন যে ৩ জন মারা গেছেন তারা হলেন- জয়পুরহাট জেলার রুহুল আমিন (৬৬), নওগাঁ জেলার রাঙা চৌধুরী (৫৬) জেসমিন খানম (৫০) এবং বগুড়ার নামুজা এলাকার জামিল উদ্দিন (৬৫)। এদের জামিল ও রাঙা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং জামিল মারা যান মোহাম্মদ আলী হাসপাতালে।

এছাড়াও নতুন ৭ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের বাসিন্দা ৬ জন এবং আদমদিঘী উপজেলার বাসিন্দা ১ জন।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২২৩ জন, সুস্থ হয়েছেন ১১৫৯১ জন এবং মোট মৃত্যু ৩১৩ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩১৯ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button