আন্তর্জাতিক খবর

বেলুনে কুকুর বেঁধে উড়িয়ে ভিডিও পোস্ট: সেই ইউটিউবার গ্রেফতার

হিলিয়াম বেলুনে পোষা কুকুর বেঁধে উড়ানোর ভিডিও ইউটিউবে পোস্ট করায় ভারতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গৌরভ শর্মা নামের ওই ইউটিউবারের ভিডিওতে দেখা যায়, বেলুনের সঙ্গে নিজের কুকুরটি বেঁধে তিনি ছেড়ে দিয়েছেন। এতে সেটি আকাশে উড়তে শুরু করে।-খবর বিবিসির

পরে পশুপ্রেমীদের ক্ষোভের মুখে শেষমেশ গ্রেফতারও হয়েছেন ৩২ বছর বয়সী ওই যুবক। নিজের ইউটিউব চ্যানেলে মজার ভিডিও দিয়ে দর্শক বাড়ানোই ছিল তার উদ্দেশ্য।

সমালোচনার জেরে ইউটিউব থেকে ভিডিওটি মুছে দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গৌরব হিলিয়াম গ্যাস ভর্তি একগোছা বেলুনে বেঁধে একটি কুকুরকে হাওয়ায় ওড়াচ্ছিলেন। কুকুরটির তারই পোষ্য। নাম ডলার।

ভিডিওতে দেখা যায়, হাতের দড়ি আলগা করে আস্তে আস্তে কুকুরটিকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে।। ভাসতে ভাসতে কুকুরটি একটি বহুতলের দোতলা পর্যন্ত পৌঁছে যায়। সে সময় কেউ একজন কুকুরটিকে ধরে ফেলেন। আর তখনই শোনা যায় হর্ষধ্বনি।

এই ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পরই তা দেখে বহু ভিউয়ার আপত্তি জানায়। এ আপত্তির মুখে গৌরব ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে বার্তা দেন এবং জানান যে, ডলার তার কাছেও খুবই আদরের পোষ্য এবং সবরকম সুরক্ষাবিধি মেনেই ভিডিওটি শুট করা হয়েছে।

পুলিশ বলছে, প্রাণী কল্যাণ সংস্থা পিপল ফর অ্যানিমালসের (পিএফএ) অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button