বগুড়া জেলা

মেধাবী রানীর পাশে পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটি

মেডিকেলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী রানীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির নেতৃবৃন্দ। ভর্তি কার্যক্রমে সহায়তায় মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ১৭ হাজার ৫’শ টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার সকালে সংগঠনের পক্ষে পঞ্চমীর হাতে শুভ কামনা জানিয়ে উক্ত অর্থ তুলে দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অতুল কুমার সাহা, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, মিথন রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, দপ্তর সম্পাদক সাংবাদিক অরুপ রতন শীল এবং কোষাধ্যক্ষ জীবন দাস। সংগঠনের নেতৃবৃন্দদের সকলের সন্মিলিত অংশগ্রহণে উক্ত আর্থিক সহযোগিতা পেয়ে শিক্ষার্থী পঞ্চমী আবেগাপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভবিষ্যৎ শিক্ষা জীবনে যেকোন সমস্যায় পাশে থাকারও প্রতিশ্র“তি দেন সংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, পঞ্চমী বগুড়া শিবগঞ্জের বামুনিয়া এলাকার দরিদ্র পরিবারের সন্তান। তারা বাবা একজন দিনমজুর। চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন কিন্তু অর্থাভাবে মেধাবী পঞ্চমী ভর্তি হতে পারছেন না এমন সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে এর আগে পঞ্চমীকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক এবং সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাজাহান আলী।

এই বিভাগের অন্য খবর

Back to top button