করোনা আপডেটবগুড়া জেলা

বগুড়ায় করোনায় আবারো ১ জনের মৃত্যুু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জন মারা গেছেন। নাম নোবেল ইসলাম (৪০) বাড়ি নওগাঁ জেলার রাণীনগরে। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭ জন। সুস্থ হয়েছেন ১৯ জন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫ টি নমুনার মধ্যে ১৩ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ২৫ টি নমুনার মধ্যে ৪ জন করোনা পজিটিভ হয়েছেন। সর্বমোট নমুনা পরীক্ষা হয় ১২০ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

নতুন ১৭ জন করোনা আক্রান্তদের মধ্যে ১৩ জন বগুড়া সদরের বাসিন্দা, ২ জন শাজাহানপুরের এবং বাকি ২জন আদমদিঘী উপজেলার বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২২৪০ জন, সুস্থ হয়েছেন ১১৬১০ জন এবং মোট মৃত্যু ৩১৪ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩১৬ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button