নন্দীগ্রাম উপজেলা

জুয়া নিয়ে স্বামীর সাথে ঝগড়ার পর স্ত্রীর আত্মহত্যা

জুয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর জেসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ অভিমানে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হন। আজ শুক্রবার জেসমিনের মরদেহ উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামে বসবাস করতেন জেসমিন। সাইদুলের জুয়ার নেশা ছিল। এ নিয়ে জেসমিন তাকে বারবার নিষেধ করতেন। গতকাল রাতেও জুয়া খেলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জেমসিন অভিমানে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সুস্থও হয়ে যান জেসমিন, ফলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। গভীর রাতে তার মৃত্যু হয়। পরে, পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ওই গৃহবধূর মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button