টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে প্রথমবার সিরিজ হারের ক্ষত নিয়ে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া লঙ্কানরা। তীব্র বাতাসের কারণে টস হতে কিছুটা বিলম্ব হলেও ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।advertisement
আজ শুক্রবার ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন তামিম ইকবালরা। আগের দুই ম্যাচে ব্যাটিং পারফরম্যান্সে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ইনজুরি থাকায় বাদ পড়েছেন সাইফউদ্দিন।advertisement
এদিকে তৃতীয় ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। বাদ পড়েছেন আশেন বান্দারা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান ও দাসুন শানাঙ্কা। এই ম্যাচে তিনজনের অভিষেক হতে যাচ্ছে শ্রীলঙ্কা দলে। তারা হলেন, রমিশ মেন্ডিস, চামিকা কারুণরত্নে ও বিনুরা ফার্নান্দো
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।advertisement
শ্রীলঙ্কার একাদশ : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, রমিশ মেন্ডিস, চামিকা কারুণরত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।