শাজাহানপুর উপজেলা
শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া জেলার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ফল্টু (৩২) নামের মোটরসাইকেল চালক নিহত। নিহত ফল্টু গাবতলী উপজেলার চটরাধিকা গ্রামের খোরশেদ আলমের ছেলে। আজ শনিবার (২৯ মে) দুপুর ১২ টায় শাজাহানপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গাবতলী থেকে মটরসাইকেলযোগে ঢাকার দিকে যাওয়ার সময় শাজাহানপুর এলাকায় পৌঁছালে। পেছন থেকে অজ্ঞাত নামা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। মোটরসাইকেলের পেছনে থাকা শাহাদত আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই শাহাদত হোসেন জানান, ট্রাকটি মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়াই ট্রাকটি আটক করা যায়নি।