কাহালু উপজেলা

কাহালুতে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার কাহালুতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।

গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এসআই মুকুল চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রাম হতে ভুগোইল চারমাথা গামী পাকা রাস্তার উপর থেকে উক্ত গ্রামের মোঃ আবু সাঈদ এর পুত্র মোঃ রিমেল আলী (২৭) ও মৃত জয়নাল আবেদীন এর পুত্র মোঃ আয়েজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে।

এসময় আসামী মোঃ রিমেল আলী এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোচা হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ (পঞ্চাশ) পিচ ও গ্রেফতারকৃত অপর আসামী মোঃ আয়েজ উদ্দিন এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির বাম কোচা হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন প্রিন্স জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে নিজ এলাকা সহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button