তাকবির হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ায় আলোচিত ছাত্রলীগের যুগ্ম- সাধারন সম্পাদক তাকবির ইসলাম খান হত্যা মামলার মুল আসামী সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার এবং সেই সাথে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালের শহরের সাতমাথায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মাননবন্ধনে উপস্থিত ছিলেন মরহুম তাকবির ইসলাম খানের মা আফরোজা বেগম এবং বাবা জহুরুল ইসলাম খান দুলাল সহ শতাধিক এলাকাবাসী।
এ সময় মা আফরোজা বেগম বলেন, আমি আমার ছেলেকে বঙ্গবন্ধুর আদর্শে চলার অনুমতি দিয়েছিলাম কিন্তু সে এমন নির্মম ভাবে প্রাকাশ্য হত্যা হতে নয়। তাই প্রশাসনের কাছে তিনি দ্রুত তার ছেলে হত্যার বিচার চেয়ে চেয়ে কান্নায় লুটিয়ে পড়েন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছেলে হত্যার বিচার চান।
উল্লেখ্য, বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান প্রকাশ্যে সাথমাথায় গত ১১ই মার্চ দুর্বৃত্ত্যের হাতে ছুরিকাঘাত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ই মার্চ মৃত্যুবরন করেন।