করোনা আপডেটবগুড়া জেলা

বগুড়ায় করোনা আক্রান্ত আরো ২২ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২২ জন। একইসাথে সুস্থ হয়েছেন ১৯ জন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৪ টি নমুনার মধ্যে ২২ জন করোনা পজিটিভ হয়েছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪ টি নমুনায় সবগুলো নেগেটিভ এসেছে। সর্বমোট ১৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

নতুন ২২ জন করোনা আক্রান্ত সবাই বগুড়া সদরের বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২২৬৯ জন, সুস্থ হয়েছেন ১১৬৪৪ জন এবং মোট মৃত্যু ৩১৪ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩১১ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button