শিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলা হবে শিক্ষার্থীদের টিকাদানের পরই: শিক্ষামন্ত্রী

আগামী ১৩ জুন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার চেষ্টা করছে সরকার। তবে, শিক্ষার্থীদের টিকাদানের পরই খোলা হবে বিশ্ববিদ্যালয়।

রোববার (৩০ মে) সকালে ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে উপচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অনলাইনে পরীক্ষা নেয়া বন্ধ করে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সরাসরি পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

তাদের দাবির সাথে একাত্মতা জানান শিক্ষকরা। পরে একটি মিছিল ক্যাম্পাস ঘুরে উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button