করোনা আপডেটবগুড়া জেলা

বগুড়ায় করোনা আক্রান্ত আরও ১০ জন, সুস্থতা বেড়েছে

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। একইসাথে সুস্থ হয়েছেন ৩৭ জন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৮ টি নমুনার মধ্যে ৭ জন করোনা পজিটিভ হয়েছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯ টি নমুনায় ৩ জনের পজিটিভ এসেছে । সর্বমোট ৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

নতুন ১০ জন করোনা আক্রান্ত বগুড়া সদরের ৫ জন, শেরপুরের ৩ জন এবং ২ জন গাবতলী ও সোনাতলা উপজেলার বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২২৭৯ জন, সুস্থ হয়েছেন ১১৬৮১ জন এবং মোট মৃত্যু ৩১৪ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২৮৪ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button