রাজনীতি

শেখ হাসিনা সব সময় মানুষের পাশে আছে – মজিবুর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় মানুষের পাশে রয়েছেন সকল প্রাকৃতিক দুর্যোগ ধৈর্য্যর সাথে মোকাবেলা করেছেন । কোন দেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার প্রথম যিনি ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে পঞ্চাশটি উদ্বোধনও করেছেন। ইতিপূর্বে পৃথিবীর কোন দেশের সরকার প্রধান হিসেবে এত বড় সফলতা অর্জন করতে পারেনি। যাহা বঙ্গবন্ধু-কন্যা বলেই সম্ভব হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার ১৭জুন বিকাল ৪ ঘটিকায় বগুড়া জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বগুড়া শহরে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button