রাজনীতিশাজাহানপুর উপজেলা

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুন্নবী সরকার, রাকিবুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান, হোসেন শরীফ মনির, প্রদীপ কুমার, ওয়াহাবুজ্জামান নাইম, হুমায়ন কবির, বাসেদ, নাজমুল, আরিফিন, আতিক, রাসেল, নাহিদ, রিপন, ফিরোজ, ওয়ারেসুল, মোস্তফা, রায়হান, নান্টু, নান্নু, ইব্রাহিম, লাল মিয়া, আরিফ, শুভন, ছাত্রলীগ নেতা তানভীর আাহমেদ রীফ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button