আইন ও অপরাধ

৮ দিন পর বাসায় ফিরেছেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান

নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে পাওয়া গেছে। তিনি এখন রংপুরে আছেন। ত্ব-হার বোন জামাই হানিফ বিষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার ছোট ভাই জাকারিয়া আমাকে ফোন করে জানিয়েছেন ত্ব-হা ও মুহিদকে পাওয়া গেছে। জাকারিয়া তাদের সঙ্গে রয়েছে।’ তবে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।

জাকারিয়া জানান, ত্ব-হা ও মুহিত এখন তাদের রংপুরের গ্রামের বাড়িতে আছেন।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন সাংবাদিকদের বলেন, ‘তিনি এখন আমাদের হেফাজতে রয়েছেন। তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, আবার কীভাবে ফিরলেন—তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সুস্থ আছেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button