বগুড়া জেলা

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের রোগ মুক্তি কামনায় দোয়া

করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শনিবার বাদ আছর বগুড়া শহরের ফুলদীঘি কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলুর নিজ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আলমগীর হোসেন স্বপন, সোহেল তানভির, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ইশরাহ আল রহমান (অর্ণ), ওবায়দুর রহমান রাব্বি, মোতাহার হোসেন মিজু, সাব্বির হোসেন, রাকিব মন্ডল, রাজু হোসেন, মাহমুদুল হাসান রনি, রাফিউল ইসলাম, নাঈম, আকাশ প্রমুখ।

এছাড়াও হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ গোটা দেশবাসির সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফুলদীঘি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button